জেলার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের সংঘর্ষে ছবির উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন।
রোববার বিকেলে দৌলতপুররের বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ পারুরিয়া গ্রামের মৃত করব আলী শেখের ছেলে।
নিহতের ছেলে নাদির উদ্দিন শেখ জানান, ৫ বিঘা কৃষি জমি নিয়ে তার মামা আব্দুস সালামের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।এ বিরোধের জের ধরে রোববার বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে সালাম তার লোকজনসহ হামলা চালায়।তাদের আঘাতে আহত হলে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রকিবুজ্জামান জানান, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমার ফোর্স পাঠিয়েছি।