সাটুরিয়া প্রতিনিধি, ১১ জুলাই: পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার এ স্লোগান কে সামনে রেখে বিশ্ব জন সংখ্যা দিবস উপলক্ষে জেলার সাটুরিয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বুধবার সকালে একটি র্যালি বের হয়। র্যলিটি উপজেলা কমপ্লেক্স থেকে শুরু হয়ে সাটুরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
পরে হলরুমে এক আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকিয়া জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা . ডা. মো. এনামুল কবির।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এলিনা আশরাফ, মো. লিটন মিয়া, পারভিন আক্তার, শহিদুল হক খান, আজিজুর রহমান, জিয়াসমিন সাহেরা খাতুন সহ আরও অনেকে।
সভায় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারী, স্থানীয় সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি সাটুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের শতাধিক কর্মকর্তা ও কর্মচারী অংশ নেয়।
পরে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের শ্রেষ্ঠ কর্মীদের মাঝে ক্রেষ্ঠ প্রধান করা হয়।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ১১ জুলাই ২০১৮।
আরও পড়ুন: