শ্রীলঙ্কান
মেয়ে নালিসা এখন মানিকগঞ্জের বউ। এবার ঈদ করবে মানিকগঞ্জের হাটিপাড়ার
শ্বশুর বাড়িতে। তার বর সুজন। দুজনেই কর্মসূত্রে বাহরাইন প্রবাসী। প্রবাসেই
পরিচয়,তিন বছরের প্রেম।
এরা মাত্র কদিন আগে বাহরাইন থেকে সোজা মানিকগঞ্জের
হাটিপাড়ায় চলে এসেছে। লক্ষ্য,বিয়ের পর্ব সেরে ফেলা আর ঈদের ছুটি কাটানো। সুজন- নালিসা জুটি আজ এসেছিল নোটারি পাবলিকের কাছে তাঁদের বিয়ে সংক্রান্ত
আইনী পর্ব সারতে। এরপর কাজীর দরবারে। সাথে ছিল সুজনের পরিবারের গুরুজনেরা।
নাসিলা খুব খুশি,বলতে না পারলেও বাংলাটা মোটামুটি বোঝে,ইংরেজি,হিন্দি ভাল জানে। আমাদের দেশ তার খুব ভাল লেগেছে,আমরা সবাই নাকি খুব ভাল। আমাদের দেশটাও নাকি তার দেশের মতই।
ফটোসেশন। এসময় নালিসাকে দেখে একবারের জন্যও মনে হয়নি সে নতুন কোন দেশে
এসেছে, আমাদেরও মনে হয়নি নালিসা ভিনদেশী কেউ।
শুভ কামনা নালিসা,সুজন।চিরসুখী হও,আনন্দে কাটুক আগামী।
সাইফুদ্দিন আহম্মেদ নান্নু এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪/ ১ সেপ্টেম্বর/ ২০১৭।