সিংগাইরে প্রশ্ন পত্র ফাঁসের অভিযোগে ২ শিক্ষককে ৩ দিনের রিমান্ড

সিংগাইর প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইরে এসএসসি ইংরেজী ১ম পত্রের প্রশ্ন ফাঁসের ঘটনায়  আটক ২ শিক্ষকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার দুপুরে মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল আদালত-০৬ এর ম্যাজিষ্ট্রেট  নাজনীন রেহেনা প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ফ্রেন্ডস কোচিং সেন্টারের আটক ২ ইংরেজি শিক্ষক রুবেল হোসেন ও শরিফুল ইসলাম এর   ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।

৫ ফেব্রুয়ারী সোমবার সিংগাইর উপজেলার ফ্রেন্ডস কোচিং সেন্টারের এই দুই শিক্ষক স্মার্ট মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করলে পুলিশ তাদের আটক করে। এদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

মানিকগঞ্জ২৪/হা.ফ/ ৭ ফেব্রুয়ারী/ ২০২৮।

আরো পড়ুুন