সাটুরিয়ায় এস,এসসি ফরম পূরনে, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

মোঃ জাহাঙ্গীর আলম: জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় ও দরগ্রাম সিনিয়র ইসলামিয়া মাদ্রাসায় এস,এসসি ফরম পূরণের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষা বোর্ডের নির্ধারিত ফির চেয়ে দ্বিগুন ফি আদায় করা হয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দেওয়ার জন্য রশিদবিহীন শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হয় হচেচ্ছ বলেও অভিযোগ উঠেছে এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

উপজেলার দরগ্রাম সিনিয়র ইসলামিয়া মাদ্রাসার মানবিক বিভাগের ছাত্রী রুমা , বিউটি, রুমি আক্তার জানান, তাদের নিকট থেকে তিন হাজার ৪ শত টাকা নিয়েছেন ফরম পূরণের জন্য। বিজ্ঞান বিভাগের নিপা আক্তার তার কাছ থেকে নেওয়া হয়েছে তিন হাজার ৬ শত টাকা। চলতি শিক্ষা বর্ষে অত্র মাদ্রাসা থেকে এস,এসসি পরীক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে ৫ জন ও মানবিক বিভাগ থেকে ২৫ জন শিক্ষার্থী এস,এসসি পরীক্ষায় অংশ নেবে।

বুধবার সরেজমিনে ওই মাদ্রাসায় গেলে মাদ্রাসার প্রভাষকরা জানান, মানবিক বিভাগে ১ হাজার ৮ শত টাকা ও বিজ্ঞান বিভাগে ২ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। অপরদিকে চার শিক্ষার্থী ফরম পূরণ শেষে এ প্রতিবেদক কে জানান, তাদের কাছ থেকে রশিদবিহীন তিন হাজার ৪ শত টাকা নেওয়া হয়েছে।

বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এবার টেষ্ট পরীক্ষায় ১৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে মানবিক,ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান বিভাগে মোট কৃতকার্য হয় ৭১ জন শিক্ষার্থী। এক বিষয় ও দুই বিয়ষে অকৃতকার্যদের ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছে।

এ বিদ্যালয়ে ৮ নভেম্বর ফরম পূরণের শেষ তারিখ ঘোষনা করা হয়েছে। ওই বিদ্যালয়ে এবার এস,এসসি ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে মানবিক ও ব্যবসা শিক্ষায় তিন হাজার ৮০ টাকা, ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে তিন হাজার ৩ শত টাকা।

এদিকে অতিরিক্ত ফি নেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুল পরিচালনা কমিটির কাছে গিয়ে সুপারিশ করছেন ফি  কামানোর জন্য। স্কুল পরিচালনা কমিটির সদস্যরা অভিভাবকদের পরবর্তী নির্বচানের ভোট আদায় করার জন্য কিছু টাকা কমিয়ে প্রধান শিক্ষকের কাছে স্লিপ ধরিয়ে দিচ্ছেন এমন অভিযোগও উঠেছে।

দরগ্রাম সিনিয়র ইসলামিয়া মাদ্রাসার প্রভাষক এটিএম আব্দুল করিম বলেন, বোর্ড নির্ধারিত ফি আমরাও নিচ্ছি। অতিরিক্ত যে টাকা নেওয়া হচ্ছে তা মাদ্রানার উন্নয়ন খাতে নেওয়া হচ্ছে বলে তিনি জানান। মাদ্রাসায় অন্য কোন আয় না থাকায় এ খাত থেকে আয় করা হয় বলে জানান।

বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসালত জামান খান আরিফ জানান, তিন মাসের বেতন, সেসন ফি, কেন্দ্র ফি, কোচিং ও বোর্ড ফিসহ ফরম পূরণের এজন্য ওই টাকা নিধারণ করেছে স্কুল পরিচালনা কমিটি।

সাটুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেন, শিক্ষা বোর্ডে নির্ধারিত ফির বাইরে কোন অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই। কোন স্কুল অতিরিক্তি টাকা আদায় করলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মনিকগঞ্জ২৪/ হা.ফ/ ৮ নভেম্বর ২০১৭।
আরও পড়ন:

বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় কে জাতীয়করণের দাবীতে মানববন্ধন

আরো পড়ুুন