সাটুরিয়ায় কর্তব্যরত অবস্থায় পুলিশ কনষ্টবলের মৃত্যু


সাটুরিয়া
প্রতিনিধি: সাটুরিয়ায় কর্তব্যরত অবস্থায় ষ্ট্রোক করে পুলিশ কনষ্টবলের মৃত্যু হয়েছে।
সাটুরিয়ায় থানায় কর্মরত পুলিশ সদস্য বোরহান উদ্দিন বুধবার সকাল ৯ টায় হঠাৎ ব্যাথা অনুভব
করেন। পরে অন্যান্য সদস্য তাকে সাটুরিয়া হসপিটালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎস তাকে
মৃত ঘোষনা করে।
বিষয়টি
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান নিশ্চিত করেছেন।
মৃত
বোরহান উদ্দিন (৫৭) টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার  কুপাখি গ্রামের মৃত সফিকুর রহমানের পুত্র। বোরহান
উদ্দিনের ব্যাচ নম্বর ৫১৩ সে ২০১৬ সনের ফেব্রুয়ারী মাসে সাটুরিয়া থানায় যোগদান করেন। 
পুলিশ
সদস্য বোরহান এক পুত্র, ২ কণ্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাটুরিয়া
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান জানান, বোরহান বুধবার সকাল ৯ টায় ষ্ট্রোক
করে মারা যান। বর্তমানে তার মরদেহ মানিকগঞ্জ পুলিশ লাইনে পাঠানো হয়েছে। তার ১ম জানাযা  সেখানেই অনুষ্ঠিত হবে। পরে সাটুরিয়া থানায় আনুষ্ঠানিকতা
শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ৪ অক্টোবর/ ২০১৭।
আরো পড়ুুন