বিজয় দিবস উপলক্ষে সাটুরিয়ায় দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ


সাটুরিয়া প্রতিনিধি: মহান বিজয় দিবস
২০১৭ উপলক্ষে সাটুরিয়ায় দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বাছট
সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শনিবার বিকালে এই কম্বল বিতরণ
করা হয়।
সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মো. আনোয়ার  হোসেন পিন্ট প্রধান অতিথি
হিসেবে উপস্থিত হয়ে
 ধামরাই উপজেলার বালিয়া
ইউনিয়নের বামরাবণ আদর্শ
গ্রাম,
মানিকগঞ্জ জেলার
সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের মোকদমপাড়া আদর্শ
গ্রাম,
বাছট

বৈলতলা
গ্রামের দূস্থদের হাতে উন্নতমানের শীতের
কম্বল তুলে দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
অবসরপ্রাপ্ত
সোনালী ব্যাংক
কর্মকর্তা আলহাজ
মোশারফ
হোসেন এবং কম্বল বিতরণের সম্বন্নয়ক ও সিনিয়র
সাংবাদিক হাবিবুল্লাহ মিজানসহ আরও অনেকে।
উল্লেখ্য কম্বল গুলি পুলিশের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক শেখ নাজমুল আলম মহান বিজয়
দিবস ২০১৭  উপলক্ষে গরীব ও অসহায় মানুষের জন্য শুভেচ্ছা
স্বরুপ পাঠান।
মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ১৭ ডিসেম্বর।
আরও পড়ুন:

মানিকগঞ্জে বঙ্গবন্ধুর খুনি আজিজ পাশার ভাইয়ের বাড়িতে অগ্নিসংযোগ

আরো পড়ুুন