যারা পেট ভরার জন্য ক্ষমতায় আসতে চায়, তাদের থেকে দুরে থাকতে হবে – জাহিদ মালেক

ফাইল ছবি

সাটুরিয়া প্রতিনিধিঃ  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্যণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন,  যাদের পেট ভারার জন্য যারা ক্ষমতায় আসতে চায়, যারা দেশের টাকা বিদেশ প্রাচার করে তাদের থেকে দুরে থাকতে হবে। অসমাপ্ত কাজ শেষ করতে আরেকবার নৌকায় ভোট দিন।  যে সরকার দেশের জন্য কাজ করে দেশকে মধ্যম আয়ের দেশে পরিচিতি করে দিয়েছে তাদের আবার ক্ষমতায় আনতে হবে।

তিনি  রবিবার বিকেল সাটুরিয়া,বালিয়াটি ও ধানকোড়া শতভাগ বিদ্যুতায়নের উদ্ভোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন আরো বলেন সাটুরিয়ার বালয়াটি গোলড়া সড়কে ৯ ব্রিজ, সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ৩০ শষ্যা থেকে ৫০ শষ্যায় উন্নতি করণ, নার্সিং হোম, ম্যাডস, মেডিকেল করেজ নির্মাণ কাজ চলছে। এছাড়া রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন করেন।

বালিয়াটি ইউপি চেয়ারম্যান মোঃ রহুল আমীনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন। মানিকগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মোঃ ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসেন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ফারজানা সিদ্দিকী, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা   মো আমিনুর রহমান, জেলা পরিষদের দদস্য মো. আমাজাদ হোসেন লাল মিয়া, হরগজ ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন জ্যোতি, বালিয়াটী ইউনিয়ন যুবলীগ নেতা বাবুল হোসেনসহ আরও অনেকে।

মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ২৪ ডিসেম্বর/ ২০১৭।

আরো পড়ুুন