মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটোর ব্যাক্তিগত উদ্যোগে দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাইল্যা নিজ গ্রামে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ৩ শতাধিক মানুষের মাঝে ১০ কেজি চাল, আলু, ডাল, লবন ও সাবান বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, ভাইস চেয়ারম্যান মো. আবুল বাশার বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন মাষ্টার, ফুকুরহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী হোসেন লাবু প্রমুখ।
সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো বলেন, আমি আমার ব্যাক্তিগত তহবিল থেকে সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের ২ হাজার কর্মহীন মানুষের মঝে খাবার বিতরণ করব। বৃহস্পতিবার শুধুমাত্র ফুকুরহাটি ইউনিয়নে ৩ শতাধিক প্যাকেট বিতরণ করে আনুষ্ঠানিকভাবে শুরু করলাম।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯ এপ্রিল ২০২০।