সাটুরিয়া ও ফুকুরহাটিতে পীরযাদা মোশারফ হোসেনের খাদ্য সামগ্রী বিতরণ

সাটুরিয়া প্রতিনিধি, ৯ এপ্রিল:

মানিকগঞ্জের সাটুরিয়ার হাজিপুর গ্রামের পীরযাদা মোশারফ হোসেন চাঁন শাহ খাদ্য সামগ্রী বিতরণ করছেন। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার বাছট গ্রামের করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন নারী ও পুরুষদের মাঝে চাল, ডাল, পিয়াজ, তেল ও সাবান বিতরণ করেন।

দয়াল বাবা আবুল চানঁ হাজিপুর স্বরণে খাদ্য বিতরণের পূর্বে বক্তব্য রাখেন হাজিপুর গ্রামের পীরযাদা মোশারফ হোসেন চাঁন শাহ, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, স্থানীয় অলক রায় প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, দরবারের ভক্ত গোলাম রাসেল, জিন্নত আলী, আমজাদ হোসেন, সোহাগ হোসেন, মমরেজ, শাকিল, জুয়েল, আব্দুর বারেকসহ আরও অনেকে।

এর পরে তিনি সাটুরিয়া হাসপাতালের সামনে এবং ফুকুরহাটি ইউনিয়নের কয়েকটি গ্রামে ৫ শতাধিক কর্মহীন মানুষের মঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন।

 মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯ এপ্রিল ২০২০।

আরো পড়ুুন