জেলার সাটুরিয়া উপজেলায় মাহেন্দ্র চাকায় পিষ্ট হয়ে নবব শ্রেণীর ছাত্র ওাবয়দুর (১৫) এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঙ্গলবার সকাল ১১ টার দিক সাটুরিয়া- বালিয়াটী সড়কের কাউন্নারা পল্লি বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান নিশ্চিত করেছেন।
নিহত ওবাইদুর সাটুরিয়া উপজেলার ধুল্যা গ্রামের শাজাহান আলীর পুত্র এবং ধুল্যা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।
প্রত্যক্ষর্দশী ইলেকক্টেশিয়ান রমজান আলি জানান, মটর সাইকেলটি বালিয়াটী থেকে সাটুরিয়া আসছিল। এসময় সময় মাটি বাহী মাহেন্দ্র ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে ঘনটা স্থলেই মারা যায় ওবায়দুর।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য মানিকগঞ্জ সদর হসপিটালে পাঠানো হয়েছে। ঘটনা স্থল থেকে ট্রাক জব্দ করা গেলেও চালককে আটক করা যায় নি। এ ব্যাপারে একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ ১৩ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন: