সাটুরিয়ার ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো ২টি বাল্য বিয়ে

সাটুরিয়া প্রতিনিধি, ১৩ ডিসেম্বর:

জেলার সাটুরিয়া উপজেলায় একদিনে ইউএনওর হস্তক্ষেপে দুটি বাল্য বিয়ে বন্ধ হয়েছে। এতে রক্ষা পেল অষ্টম ও নবম  শ্রেণীর ২ ছাত্রী। শুক্রবার ২ কনের বাড়িতে ছিল বিয়ের অনুষ্ঠান। চলছিল দুপুরের প্রীতিভোজ। এমন সময় গোপন সংবাদের ভিক্তিতে  ইউএনও পর্যায় ক্রমে ২ কনের বাড়িতে গিয়ে হাজির হন। প্রশাসনের লোকজনের উপস্থিত টের পেয়ে ২ বরসহ লোকজন সটকে পরেন।

একটি বাল্য বিয়ে হচ্ছিল বালিয়াটি ইউনিয়নের বাহ্রা গ্রামে।  বালিয়াটী ঈশ^র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেƒণীর ছাত্রীর সংগে হাজিপুর বাগান বাড়ি গ্রামের ট্রাক চালক ইকবালের সাথে বিয়ের দিন ছিল। কনের বাড়িতে শুক্রবার হাজির হয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম।

অন্যদিকে মহিষালোহা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী বিয়ে হচ্ছিল হরিরামপুর এলকায়। ইউএনও সাটুরিয়া থানা পুলিশ নিয়ে বিয়ে বাড়ি হাজির হয়ে বাল্য বিয়েটি বন্ধ করে দেন।

সাটুরিয়ার উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, গোপন সংবাদেও ভিত্তিতে বদুটি বিয়ে বাড়িতে হাজির হলে দুই বরসহ অন্যান্য লোকজন পালিয়ে যায়। তবে মেয়ে দুটির অভিভাবক ১৮ বছরের আগে বিয়ে দিবেন না মুললেকা দিয়েছেন। আর বরের পক্ষ পালিয়ে গেলেও তাদের ঠিকানা বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ঐ কর্মকর্তা।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ ডিসেম্বর ২০১৯।

আরো পড়ুুন