জেলার সাটুরিয়া করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের পরিবারের জন্য নগদ অর্থ ও ঈদ উপহার বাড়ি পৌছে দিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম।
সাটুরিয়ায় এ পর্যন্ত ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১ জন সুস্থ্য হয়ে উঠেছেন। করোনায় ভাইরাসের প্রভাবে কার্যত কর্মহীন মানুষের সংখ্যা বাড়ছেই। এদের মধ্যে করোনায় আক্রান্ত ব্যাক্তিরা চিকিৎসাধীন থাকায় তাদের আয়ের কোন পথ ছিলনা।
ঠিক এমন অবস্থায় ঈদুল ফিতরের আগের দিন রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার এ উপজেলায় আক্রান্তদের প্রতিটি বাড়িতে ঈদ উপহার ও নগদ টাকা নিয়ে হাজির হন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, ১১ জন পরিবারের জন্য নগদ ৪ হাজার টাকা এবং ১০ কেজি চাল, ২ কেজি করে ডাল, আলু, ১ কেজি করে লবন, তেল, চিনি, পোলাওয়ের চাল ২টি করে সেমাই, কাপর কাচার সাবান, গোসলের সাবান এবং রান্নার জন্য পর্যাপ্ত মসল্লা তাদের হাতে তুলে দেওয়া হয়।
তিনি আরো বলেন, বর্তমানে ১৪ জন রোগীর মধ্যে ৩ জন সক্ষম বিধায় তারা এ উপহার গ্রহণ করেননি। করোনা রোগে আক্রান্তদের এর আগেও বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতা করা হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ মে ২০২০।