মানিকগঞ্জে প্রথম করোনা ভাইরাসের স্যাম্পল কালেকশন বুথের উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের সামনে সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো আনুষ্ঠানিকভাবে এ বুথ উদ্ধোধন করেন।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবুল বাসার মাষ্টার, ওসি মো. মতিয়ার রহমান মিঞা, উপজেলা প্রকৌশলী তৈয়ুবুর রহমান, সাটুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকিয়া জেসমিন সহ আরও অনেকে।
এসময় সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মু্িক্তযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো বলেন, করেনা রোগী ও ডাক্তারগণ যাতে নিরাপত্তার সাথে করেনা ভাইরাসের স্যাম্পোল সংগ্রহ করতে পারে সেই জন্য উপজেলা পরিষদের তহবিল থেকে এ বুথের ব্যাবস্থা করা হল।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, এ বুথটি মানিকগঞ্জ জেলার মধ্যে ১ম। এখন আমরা বেশী বেশী নমুনা সংগ্রহ করতে পারব।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ডা. মামুন উর রশিদ বলেন, আমার স্বাস্থ্য কর্মীরা মারাত্বক ঝুকি নিয়ে নমুনা সংগ্রহ করত। এখন থেকে আমার স্বাস্থ্য কর্মী ও রোগীরা নিরপত্তার সাথে কাজ করতে পারবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৭ মে ২০২০।