বিশ্ব পরিবেশ দিবস ২০২০ উপলক্ষে সবুজ পরিবেশ আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার উদ্যেগে গাছের চারা রোপণের মাধ্যমে দিবসটি পালন করেছেন।
শুক্রবার বিকালে সাটুরিয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্স ও সাটুরিয়া থানা চত্তরে গাছের চারা রোপণের আয়োজন করে সবুজ পরিবেশ আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখা।
গাছের চারা রোপণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম।
এসময় উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা. মো. মামুন উর রসিদ, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান মিঞা, ওসি তদন্ত হাবিবুর রহমান, সবুজ পরিবেশ আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রাজ্জাক হোসাইন রাজ।
সংগঠনের সাধারন সম্পাদক রাজ্জাক হোসাইন রাজ বলেন, ধরিত্রী কন্য ও চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ পুরুস্কারে ভূষিত দেশ রত্ন শেখ হাসিনার নেতৃত্বে এবং বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শ্রদ্বেয় দেলোয়ার হোসেনের নির্দেশে সবুজ পরিবেশ আন্দোলন মানিকগঞ্জ জেলায় আমরা পর্যায় ক্রমে ৩ লক্ষ ফলজ,বনজ ও ঔষদী গাছের চারা রোপণ করবে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সাটুরিয়া উপজেলায় বিভিন্ন প্রজাতির চারা রোপণ করলাম।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৫ জুন ২০২০।