একদল অন্যরকম তরুণ…


সাইফুদ্দিন
আহম্মেদ নান্নু: আবিদ
হাসান
আবেদ টগবগে তরুণ
আমার ফেসবুক ফ্রেণ্ড
সে তার নিজ জনপদ,মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মাটি মানুষকে,দেশকে নিবির ভাবে
ভালবাসে। একই সাথে দায়িত্ববোধে
পরিপূর্ণ একটি উদ্যমী মনও
রয়েছে তার।

এই তরুনটি পদ্মাপাড়ের হরিরামপুরের
বাড়িতে থাকতেই বন্যা হানা
দেয়। বাড়তে থাকে জল।
প্রতিদিন হরিরামপুরের বন্যার আপডেট দেখেছি
তার ফেসবুকে,দেখেছি লাইভ আপডেট।
বন্যার পানি যখন মানিকগঞ্জহরিরামপুর সড়ক অতিক্রম করছিল
তখনও তার ছবি দেখেছি।
যখন পানির তরে রাস্তা
ভাঙছিল তখনও দেখেছি তার
দেয়া
ছবি।

একসময়
অবাক
হয়ে
দেখলাম
গ্রামের
তরুণদের
নিয়ে
বালির
বস্তা,কলাগাছ
নিয়ে
নেমে
পড়েছে
রাস্তার
ভাঙন
ঠেকাতে।

বিভিন্ন
স্থানে
রাস্তা
ভেঙে
যখন
গভীর
খাদ
হয়েছে,মানুষের
চলাচল
বন্ধ
হয়ে
গেছে
তখন
তাদের
দেখা
গেছে
ভাঙা
জায়গায়
বাঁশের
সাঁকো
নির্মান
করতে।
বন্যার
পানিতে
রাতদিনের
এই
পরিশ্রম
সম্পূর্ণ
স্বেচ্ছাশ্রমে।

এই
কষ্টকর,ব্যয়বহুল
কাজে
তারা
সহায়তার
জন্য
আবেদন,অনুরোধ
জানিয়েছে
স্থানীয়
প্রশাসন,জনপ্রতিনিধি,
রাজনৈতিক
নেতাদের
প্রতি
কিন্তু
কেউ
সাড়া
দেয়নি।
তাই
বলে
তারা
থেমে
থাকেনি।
নিজেদের
পকেটের
পয়সা
খরচ
করে
কাজ
করে
যাচ্ছে।
অর্থ
সঙ্কটে
হোঁচটও
খাচ্ছে
তাদের
সদিচ্ছা।

অতুলনীয়
রসবোধও
আছে
এদের।
কষ্ট
ভুলতে
নাকি
জনপ্রতিনিধি,স্থানীয়
প্রশাসনকে
প্রশাসনকে
লজ্জা
দিতে
এরা
ফিতা
কেটে
উদ্বোধনও
করেছে
বাঁশের
সাঁকো।

আবিদ হাসান
আবেদ,শফিকুল
ইসলাম,
ফরমার
মোল্লা, ইমন
রাসেল, শিশির, সত্য
সাহা, শিবলু, সুজন, লিটন, রিপন, নাদিম, জাকির,করিমসহ 
আরো
১০/১৫
জন
তরুণের
এই
দায়িত্ববোধ
নজর
কেড়েছে
সবার।

এই তরুনের
তাদের
এই
অভূতপূর্ব
কাজে
সঙ্গী,অভিভাবক
হিসেবে
পেয়েছে
তাদের
গ্রামের
মানুষ
সিনিয়র
সহকারী
জজ
তৈয়বুল
আজহারকে।
তিনি
নিজেও
লুঙ্গি
পড়ে,গামছা
মাথায়
বেঁধে
কাজে
নেমেছেন,উৎসাহ
দিয়েছেন
তরুনদের 
 শ্রদ্ধা আর অভিনন্দন রইল
এই শুভ্র তারুণ্যের প্রতি
সাইফুদ্দিন
আহম্মেদ নান্নু এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪/
২১ আগস্ট/ ২০১৭।
আরো পড়ুুন