গতর বইস্যা গেলে খামু কি ?

বয়স তাঁর ষাটের ঘরে।  ২৭ বছর ধরেই চলছে বোঝা বইবার পেশা। জীবনের ভার বইতে বইতে মেরুদণ্ড ধনুকের মত বেঁকে গেছে।

হাত,পিঠের পেশীগুলো এখন তার সক্ষমতার সাক্ষ্য দিলেও তাঁর চিন্তা আছে, আছে কালো কুয়াশার মত শঙ্কা।
‘গতর ঠিক থাকলে পেটের চিন্তা করিনা। তয় ঘুম হয় না ঐ গতরের চিন্তায়ই, গতর বইস্যা গেলে খামু কি? আল্লায় যেন ঠাস কইরা নিয়া যায়।’
[ মানিকগঞ্জ বাসস্ট্যাণ্ড ফল বাজার থেকে তোলা]

ছবি ও লেখা সাইফুদ্দিনআহম্মেদ নান্নু এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪/
৮ নভেম্বর/ ২০১৭।

 আর ছবি দেখুন:

কে দেয় পেঁয়াজের গাঁয়ে হাত

আমার ছায়াবাজি

আরো পড়ুুন