ঢাকার রাস্তায় ভিআইপিদের জন্য আলাদা লেনের প্রস্তাব

টিভি টিকারে দেখলাম ভিআইপিদের
জন্য ঢাকার রাস্তায় আলাদা
লেনের প্রস্তাব করা হয়েছে

খুব ভাল প্রস্তাব! নিশ্চই
এই লেন আসমানে, নয়তো
জমিনের নীচ দিয়ে হবে।

খুবই খুশির খবর,মান্যবর
ভিআইপিগণকে আর উল্টোপথে ছুটতে
হবে না,কালে ভদ্রে
ধরা খেয়ে বেলাজও হতে
হবে না। কেবল ফুরুৎ
ফুরুৎ করে যাওয়া আর
আসা

আর যদি চলতি সড়কে
তারা ভাগ বসিয়ে লেনও
বানায়, তাতেও ক্ষতি নেই,আমজনতার রাস্তা একটু চিপা
হবে, তবে লাভের দিগন্ত
সুরুৎ করে খুলে যাবে।

না
রেগে
ভেবে
দেখুন,সব
দিকেই
লাভ
!
এইতো,
এসময়ের
জ্যামে
ঠিক
মত
ঘুম
আসে
না,কি
জানি
কখন
জ্যাম
টুশ
করে
ছুটে
যায়
সেই
ভয়ে।

আর
ভিআইপি
লেনের
জন্য
চিপা
হয়ে
যাওয়া
রাস্তার
চ্যাপাশুঁটকি
জ্যামে
বসে
পরম
নিশ্চিন্তে
ঘন্টার
পর
ঘন্টা
ঘুমিয়ে
নিতে
পারবেন।

ভোরে
রওয়ানা
দিয়ে
ভর
দুপুরে
অফিসে
আসলেন,ফিরলেন
মধ্যরাতে।
রাতে
আর
না
ঘুমালেও
চলবে,জ্যামে
ঘুমিয়েছেন
যে!

বাকি
রাতটুকু
কেবলই
প্রিয়তমার
জন্য,
নয়তো
টিভিতে
ময়ূরির
নাচ,তাতেও
যদি
মন
না
ভরে
ফেসবুকে
উপুর
হয়ে
পড়ে
থাকবেন,
চ্যাটিং
করবেন

ভাবুন একবার, আহা কি
পরমানন্দ! জয় হোক ভিআইপি
লেনের

সাইফুদ্দিন আহম্মেদ নান্নু এর
ফেসবুক ওয়াল থেকে নেওয়া।

মানিকগঞ্জ২৪/হা.ফ/ ৫
ফেব্রুয়ারী/ ২০১৮।

আরও পড়ুন:

সিংগাইরে মোবাইলে প্রশ্ন থাকায় ২ শিক্ষক আটক

আরো পড়ুুন