ঘিওরে ট্রাকের চাপায় বাইসাইকেল আরোহী নিহত

ঘিওর প্রতিনিধি:
ঢাকা আরিচা মহাসড়কের
ঘিওরে
ঢাকামুখী
একটি
ট্রাকের চাপায় রাধের শ্যাম রায় (৬৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার
দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের বানিয়াজুড়ি বাসস্ট্যান্ড এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাইকেল
আরোহী
রাধের মানিগঞ্জ
জেলার
ঘিওর উপজেলার নালী ইউনিয়নের গাংডুবি গ্রামের মৃত যাদব রায়ের ছেলে।
বরংগাইল
হাইওয়ে পুলিশ ফাঁড়ির এ, এস আই রকি আহমেদ
জানান, দুপুরে ঢাকামুখী একটি ট্রাকের চাপায় নিহত হয় রাধের শ্যাম
রায়। নিহতের মরদেহ ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া তার স্বজনেরা নেওয়ার জন্য প্রশাসনিকভাবে আবেদন করেছে।
খবর পেয়ে
ঘটনা স্থলে গিয়ে
 ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও ট্রাকের চালক বা সহাকারী কে আটক করা
যায় নি। 
মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ৬ ফেব্রুয়ারী/ ২০১৮।
আরও পড়ুন:

৪ বছরেও সংস্কার হয়নি ঘিওর- দৌলতপুর- কুস্তাগ্রামের সড়কের

আরো পড়ুুন