সাইফুদ্দিন আহম্মেদ নান্নু : শান্তিতে নোবেল পুরষ্কার নিয়ে পৃথিবীর কোন দেশ,কোন জাতি এর আগে এত উৎকন্ঠা আর আগ্রহে দিন কাটায়নি।
জাতি ঠিক এই মুহূর্তে মোটামুটি দ্বিধা বিভক্ত। এক অংশ নোবেল প্রাপ্তির আকাঙ্ক্ষায় উদগ্রিব। আরেক অংশ নোবেল প্রাপ্তির আতঙ্কে নিদ্রাহীন। পাওয়া নিয়েও চিন্তা, না পাওয়া নিয়েও চিন্তা।
পাবার জন্য যেমন অস্থির প্রার্থনা চলছে, তেমনি যাতে না পায় তার জন্যও চলছে তুমুল প্রার্থনা।
বাংলাদেশ এখন নোবেল উত্তেজনা উৎকন্ঠায় থরথর কম্পমান!!!
আর মাত্র ৪ঘন্টা বাকি।
সাইফুদ্দিন আহম্মেদ নান্নু এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪/ ৬ অক্টোবর/ ২০১৭।
আরও লেখা পড়ুন