বাধীকার, গণতন্ত্র,পরমত সহিষ্ণুতা,শিক্ষা,সংস্কৃতি, মুক্তবুদ্ধি চর্চা,ন্যায়ের পক্ষে
প্রতিবাদ,প্রতিরোধ সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের
কাছে আদর্শ। শিক্ষক,শিক্ষার্থীর জন্য অনুকরণীয়।
আজও তাই। এই সময়ের
ঢাবি যেসব স্ট্যাণ্ডার্ড প্রতিদিন
সেট করছে সেটাকেও সচেতন,অবচেতন মনে অনুকরন
করছে সবাই।
কয়েকদিন আগে যা ঘটলো, চারপাশের শত
শত ছবিতে যা দেখছি, তা
বিস্ময়কর,লজ্জাকর হলেও এটাও একটা
স্ট্যাণ্ডার্ড।
ভিন্নমত,ভিন্ন দাবিকে উপেক্ষা
করার,দমন করার ঢাবির
এই স্ট্যাণ্ডার্ড অন্যসব বিশ্ববিদ্যালয়,কলেজ
থেকে শুরু করে প্রাইমারি
স্কুলের প্রধানগণও নিশ্চই অনুসরণ করবেন।
সেখানেও অনিবার্য অনুসঙ্গ হবে রাজনীতি,ছাত্র
রাজনীতির প্রাণপুরুষেরা।
শে জানুয়ারী/ ২০১৮।