সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা বাজারে রবিবার দুপুরে অগ্রণী ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্ধোধন করা হয়েছে।
ছনকা বাজারে এ ব্যাংকিং শাখা উদ্ধোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের মানিকগঞ্জ জেলা শাখার সহকারী মহা ব্যাবস্থাপক মো. আজাদুল ইসলাম।
সাটুরিয়া অগ্রণী ব্যাংকের শাখা ব্যাবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বরাইদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, বর্তমান চেয়ারম্যান মো. হারুন অর রশিদ এবং ছনকা অগ্রণী এজেন্ট ব্যাংকের ম্যানেজার মো. তোফাজ্জল হোসাইনসহ আরও অনেকে।
বক্তারা বলেন সাটুরিয়া ও টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সীমান্তবর্তী ধলেশ্বরী নদীভাঙ্গন কবলীত দুর্গম এলাকা ছনকা বাজারে এ এজেন্ট ব্যাংকিং শাখা উদ্ধোধন হওয়ায় স্থানীয়রা ব্যাপক সুবিধা ভোগ করবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৮ জানুয়ারী/ ২০১৮।
আরও পড়ুন: