সাইফুদ্দিন আহম্মেদ নান্নু: ছবিগুলো
ঘুরে দেখুন,অভিজ্ঞতা নিন জেলা শহরের প্রাচীন এবং বৃহত্তম একটি পাবলিক লাইব্রেরি কেমন আছে,আমরা তাকে কেমন রেখেছি।
ঘুরে দেখুন,অভিজ্ঞতা নিন জেলা শহরের প্রাচীন এবং বৃহত্তম একটি পাবলিক লাইব্রেরি কেমন আছে,আমরা তাকে কেমন রেখেছি।
এটুকু
দেখার মধ্যদিয়ে কিছুটা হলেও বুঝা যাবে জাতি হিসেবে আমরা কোথায় চলেছি।
দেখার মধ্যদিয়ে কিছুটা হলেও বুঝা যাবে জাতি হিসেবে আমরা কোথায় চলেছি।
দলিল
লেখক আর হোটেল ,চায়ের
দোকানীদের দখলদারিত্ব কায়েম হয়েছে এখানে।
লাইব্রেরির সেক্রেটারির অফিসকক্ষ। ধুলোর আস্তরণে ঢাকা, চেয়ার ভাঙা, ছেঁড়া। পড়ার টেবিল পাঠক শূন্য।
এই লাইব্রেরি টি কিন্তু অজপাড়া
গাঁ, কিংবা পদ্মা– যমুনার দুর্গম চরে না। খোদ জেলা শহরের ঠিক প্রাণকেন্দ্রে।
গাঁ, কিংবা পদ্মা– যমুনার দুর্গম চরে না। খোদ জেলা শহরের ঠিক প্রাণকেন্দ্রে।
আর
এই দুর্গতি এক দিনের না,এক যুগেরও বেশী
সময় ধরে।
এই দুর্গতি এক দিনের না,এক যুগেরও বেশী
সময় ধরে।
লেখা ও ছবি সাইফুদ্দিন আহম্মেদ নান্নু
এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।
এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩০ নভেম্বর/ ২০১৭।
আরও পড়ুন:
এখানে কুয়াশার জল নামে