এখানে কুয়াশার জল নামে

এখানে
কুয়াশার জল নামে
ভিজে উঠে তৃণ,
ভিজে ফসলের মাঠ।
 

সোনারঙ
রোদ এসে
খেলা করে মাটির হৃদয়ে,
নেচে
উঠে
প্রাণ,নাচে
জীবনের
খেয়াঘাট।
 

লেখা ও ছবি 
সাইফুদ্দিন আহম্মেদ নান্নু  এর ফেসবুক ওয়াল
থেকে নেওয়া।

মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ৩০ নভেম্বর/ ২০১৭।
আরও
পড়ুন:

গতর বইস্যা গেলে খামু কি ?

আরো পড়ুুন