সাইফুদ্দিন আহম্মেদ নান্নু: অনিয়ম,দুর্নীতি,স্বজনপ্রীতি ছাড়া এদেশে কোন কিছুই কল্পনা কঠিন। এমন কি সুন্দরী প্রতিযোগিতাও।
মিস বাংলাদেশ প্রতিযোগিতার বিচারকদের একজন শম্পা রেজা, তিনি আজ রাতে একটি টেলিভিশনে দেয়া স্বাক্ষাৎকারে বললেন তা মোটামুটি এমন,আমরা যখন প্রতিযোগিদের প্রাপ্ত নাম্বার যোগ করছিলাম,তখন মঞ্চ থেকে
প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং যাকে সেরা সুন্দরী হিসেবে
ঘোষণা করা হয় সে আমাদের তালিকার শীর্ষ কোন স্থানেই ছিল না।
যাকে নির্বাচিত করেছেন,তিনি বিবাহিতা। শর্ত অনুযায়ী বিবাহিতরা কোনভাবেই
সুন্দরী প্রতিযোগিতায় অংশ গ্রহনের যোগ্য নন।
আয়োজক প্রতিষ্ঠান অন্তর
শোবিজ জানিয়েছে,তারা নাকি জানতো না,মিস বাংলাদেশ বলে যাকে নির্বাচিত করা
হয়েছে সে বিবাহিতা,সে তথ্য গোপন করেছিল।
উল্লেখ্য চিনে অনুষ্ঠিতব্য বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহনেরর জন্য মিস বাংলাদেশ বাছাই করা জন্য এই প্রতিযোগিতার আয়োজন।
লেখা ও ছবি সাইফুদ্দিন আহম্মেদ নান্নু এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪/ ১ অক্টোবর/ ২০১৭।