মোহাম্মদ হাসান ফয়জী: তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যে ইয়াজিদ, সিমার ইমাম-হোসেনকে হত্যা করেছিলেন সেই ইয়াজিদের বংশধররা বঙ্গবন্ধুকে হত্যা করে । ৭১ মানুষ হত্যা করে, নারী নির্যাতন করে তারাই ২১ আগষ্টে হামলা করে শেখ হাসিনা কে হত্যার অপচেষ্টা চালায়। পবিত্র মহররম উপলক্ষে মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়িতে আশুরার শোক সভা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, যারা রাজাকার, জঙ্গি, জামাত এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে যারা মিটিমাট করার কথা বলে তারা ইয়াজিদের বংশধর। তাদের সাথে কোন মিটমাট হতে পারে না। ওদের ধ্বংশ করতে হবে। ধ্বংশ না করলে বারে বারে ইয়াজিদরা আসবে আর নেতা নেত্রীদের হত্যা করবে।
রবিবার দুপুরে ইমাম বাড়ীতে শোকসভায় গড়পাড়া ইমাম বাড়ীর পীর শাহ্ মোখলেসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম -৪ আসনের এমপি রুহুল আমিন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জাসদ কেন্দীয় কমিটির সহ- সভাপতি ইকবাল হোসেন খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার তোবারক হোসন খান লুডু, জাতীয় পার্টি (জেপি)”র কেন্দীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের দিদ্দিকী আবু, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এ্যাড. বাদরুল ইসলাম খান বাবলু প্রমুখ।
উল্লেখ্য ১০০ বছরের বেশি সময় ধরে কারবালার শোকবিধুর ঘটনা, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আসছে মানিকগঞ্জে গড়পাড়া ইমামবাড়িতে ।
পবিত্র
তাজিয়া-তাবুৎ, দুলদুল ও কারবালার স্মৃতিবহনকারী হাজার হাজার লাল সবুজ ও
কালো নিশান সম্বলিত শোক মিছিলটি ইমামবাড়ী থেকে শুরু হয়ে মানিকগঞ্জের শহর প্রদক্ষিণ শেষে সন্ধার দিকে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
এ মাঠে হাজার হাজার ইমাম ভক্তরা ইফতার করে। মাগরিবের নামাজের পর শোক সভা শেষে মুসলমানদের শান্তি, সম্প্রীতি ও সংহতি এবং বিশ্ব শান্তির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মাননিকগঞ্জ২৪/ ১ অক্টোবর/ ২০১৭।