বাংলাদেশের মানুষ এখন আর না খেয়ে থাকে না – সাটুরিয়ায় স্বাস্থ্যমন্ত্রী

সাটুরিয়া প্রতিনিধি, ১৩ জানুয়ারী:

বাংলাদেশের মানুষ এখন আর না খেয়ে থাকে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য  ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি সোমবার দপুরে সাটুরিয়া উপজেলা পরিষদ হলরুমে দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্য এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধ স্বপ্ন দেখেগেছেন আর সেই সপ্ন শেখ হাসিনা পূরন করে যাচ্ছন। রাজনীতিবীদ ও সরকারী কর্মচারীদের উদ্দেশ্য একই। দেশের উন্নয়ন করা। আপনারা মনে রাখবেন, জনগনের টাকায় আপানাদের ( সরকারী কর্মকর্তা, কর্মচারীদের) বেতন হয়। তাই সবাই দেশের উন্নয়নে কাজ করে যাবেন।

জেলার সাটুরিয়া  উপজেলা দু্যােগ ব্যাবস্থাপানা শাখারে উদ্যোগে সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের ৪ শতাধিক দুস্থ্য মানুষের মাঝে এই কম্বল বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক আফাজ উদ্দিন মাষ্টার প্রমুখ।

এর আগে সোমবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এবং গড়পাড়া নিজ গ্রামে ৫ হাজার কম্বল বিতরণ করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ জানুয়ারী ২০২০।

আরো পড়ুুন