মানকিগঞ্জ প্রতিনিধি: ৫ মার্চ. মাদক ও বাল্যবেিয় প্রতিরোধের দাবেিত মানকিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠতি হয়েছে।
বৃহস্পতিবার সকালে মানকিগঞ্জ প্রসেক্লাবের সামনে ওপনে ফ্রেন্ডস ক্লাব নামরে একটি স্বচ্ছোসবেী সংগঠন এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
এসময় বক্তব্য রাখেন ওপনে ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সুমন সরকার ও বারসিকের সমন্বয়ক বমিল রায় প্রমুখ।
দেশে থেকে মাদক ও বাল্যবিয়ে প্রততিরোধের জন্য প্রশাসনরে পাশাপাশি সামাজিকভাবে সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তরা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৫ এপ্রিল ২০১৮।
আরও পড়ুন: