শহীদ রফিক আহমদ এর মায়ের কবরের পাশে পাঠাগারের দাবি

ভাষা আন্দোলনের শহীদ রফিক আহমদ
এর মায়ের কবরের পাশে একটি পাঠাগারের দাবি জানাই । মানিকগঞ্জ সরকারী
দেবেন্দ্র কলেজ এর সামনে কবরটি থাকা সত্যেও নতুন প্রজন্ম আমরা যারা কবরটি
কার আমরা চিনি না,বা চোখে পড়েই পড়ে না আমাদের। এর কারণ হলো কবরটির নেম প্লেট
অনেক ছোট, যেন সকলের নজরে পড়ে এ রকম একটি বড় ব্যানারের পয়োজন, নতুন
প্রজন্ম জানুক,মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ মায়ের কবর এটি। ছবি রবিবার (৩০ জুলাই, ২০১৭)  বিকাল বেলা তুলা।

সানী রহমান মিন্টু এর ফেসবুক ওয়াল থেকে নেওয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩০ জুলাই/ ২০১৭ ইং।

আরো পড়ুুন