মানিকগঞ্জ প্রতিনিধি, ২৪ ডিসেম্বর: জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং মানিকগঞ্জ -১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির কে নাশকতা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে যান জিন্নাহ কবির। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে বিএনপি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ জিন্নাহ কবির ও বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এর পুত্র ও মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি খোন্দকার আবদুল হামিদ ডাবলু কে মনোনয়ন দেন। রিটানিং কর্মকর্তা তাদের দুজনের মনোনয়ন বৈধ ঘোষনা করলে দল ১ মে চুড়ান্ত মনোনয়ন দেন এস এ জিন্নাহ কবি কে। পরে ডাবলু চাপ প্রয়োগ করলে দল প্রার্থী বদল করে তাকে মনোয়ন দেন। এর কিছুদিন পর এস এ জিন্নাহ কবির কে পূনরায় চুড়ান্ত মনোনয়ন পত্র দেন।
পরে জিন্নাহ কবিরের প্রতীকের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন জেলা বিএনপির সহ-সভাপতি খোন্দকার আবদুল হামিদ ডাবলু। হাইকোর্টের রায় জিন্নার বিপক্ষে গেলে ডাবলু এখন প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ ডিসেম্বর ২০১৮।
আরও পড়ুন: