মানিকগঞ্জ প্রতিনিধি, ১১ জুন: দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ টি জেলার প্রবেশ পথ পাটুরিয়া -দৌলতদিয়ায় ঈদযাত্রা নিশ্চিত করবে ৫ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম সোমবার দুপুরে জেলা পুলিশ লাইনে এক মতবিনিয়সভায় এ তথ্য স্থানীয় সাংবাদিকদের জানান।
এসময় পুলিশ সুপার বলেন, মঙ্গলবার ভোর থেকে মহাসড়কে রিক্সা, ভ্যান এবং অটোরিক্স্রা চলাচল বন্ধ রাখা হবে। ঈদের আগে ও পরের তিন দিন মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ রাখা হবে। মহাসড়কের বারবাড়িয়া ও গোলড়া এলাকায় ওই সকল পণ্যবাহী ট্রাকগুলোকে আটকে রাখা হবে। পাটুরিয়া ফেরিঘাটের আর.সি.এল মোড় ডানদিক দিয়ে লোকাল বাস এবং আর.সি.এল মোড় সরাসরি ফেরি পারাপারের যানবাহন চলাচল করবে। এছাড়া মহাসড়কের টেপড়া নামক স্থান থেকে বাম দিকের রাস্তা হয়ে ৫ নাম্বার ঘাট পন্টুন হয়ে ব্যক্তিগত ছোট গাড়ি ফেরি পারাপার হবে।
আর এসব নিয়ন্ত্রনে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার বারবাড়িয়া বাসষ্ট্যান্ড থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ৫ শতাধিক সদস্য নিয়োজিত থাকবে।
পুলিশ লাইনে আইনশৃঙ্খলা রক্ষার মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ, বিশেষ শাখার সহকারি পুলিশ সুপার হামিদুর রহমানসহ ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করনের লক্ষে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকা পুলিশ কর্মকর্তা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১১ জুন ২০১৮।
আরও পড়ুন: