মানিকগঞ্জে দুর্বৃত্তদের হাতে গৃহবধু খুন

মানিকগঞ্জ প্রতিনিধি, ২২ জানুয়ারি:
 
মানিকগঞ্জ পৌরসভার দক্ষিণ সেওতা এলাকায় নিজ বাসাতেই দুর্বৃত্তদের হাতে খুন
হলেন মাহমুদা বেগম (৪০) নামে এক গৃহবধু। বুধবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে
পাঠিয়েছে। নিহত মাহমুদা বেগম ওই এলাকার জহিরুল ইসলামের স্ত্রী। তিনি এক ছেলে ও
মেয়ে সন্তানের জননী। 
বিষয়টি মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান নিশ্চিত করেছেন।
নিহতের স্বামী জহিরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে তিনি নিজ
বাসার ৫ তলা ভবনের ছাদে কবুতর দেখাশোনা করছিলেন। ওই সময় তার স্ত্রী মাহমুদা ও বড়
মেয়ে জ্যোতি (২০) বাসায় অবস্থান করছিলেন। ১০ টার দিকে তিনি ঘরে প্রবেশ করে মেয়ের
হাত-পা বাধা দেখতে পান। পরে তার মেয়ে জানান ৪/৫ জন দুর্বৃত্ত তার ঘরে প্রবেশ করে
তাকে বেঁধে তার মাকে পাশের একটি কক্ষে হত্যা করে চলে যায়। এসময় তারা মা-মেয়ের গলায়
পরিহিত স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তার স্ত্রীর
মহদেহ উদ্ধার করে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান
জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বসরোধে হত্যা করেছে।
তদন্ত শেষে হত্যার বিষয়টি জানা যাবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ জানুয়ারী ২০২০।
আরো পড়ুুন