মানিকগঞ্জ প্রতিনিধি, ১ নভেম্বর:
স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন
বলেছেন, গুজবে কান দিবেন না। একটি কুচক্রী মহল ভোলায় গুজব ছড়িয়ে তান্ডব চালায়।
কিন্তু প্রধানমন্ত্রী তা দমন করেছেন। উন্নয়নের
স্বার্থে শেখ হাসিনার সরকারের পাশেই থাকুন।
বলেছেন, গুজবে কান দিবেন না। একটি কুচক্রী মহল ভোলায় গুজব ছড়িয়ে তান্ডব চালায়।
কিন্তু প্রধানমন্ত্রী তা দমন করেছেন। উন্নয়নের
স্বার্থে শেখ হাসিনার সরকারের পাশেই থাকুন।
তিনি শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার
আটিগ্রাম আকুলচন্দ্র উচ্চ বিদ্যালয়ের নতুন
৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আটিগ্রাম আকুলচন্দ্র উচ্চ বিদ্যালয়ের নতুন
৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ছাত্র – ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা
মাদক থেকে দুরে থাকবে। পড়া শুনার পাশা- পাশি খেলাধুলায় মনযোগী হবে। বাংলাদেশের
মানুষকে চিকিৎসা নিতে আর ভারত ও সিংগাপুর যেতে হবে না। বাংলাদেশেই সকল চিকিৎসা
হচ্ছে।
মাদক থেকে দুরে থাকবে। পড়া শুনার পাশা- পাশি খেলাধুলায় মনযোগী হবে। বাংলাদেশের
মানুষকে চিকিৎসা নিতে আর ভারত ও সিংগাপুর যেতে হবে না। বাংলাদেশেই সকল চিকিৎসা
হচ্ছে।
আটিগ্রাম আকুলচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোনা সভায় এসময় উপস্থিত
ছিলেন, সদর উপজেলা নিবর্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা, উপজেলা আওয়া লীগের সাধারণ
সম্পাদক আফছার উদ্দিন সরকার, সদর উপজেলা
চেয়ারম্যান ইসরাফিল হোসেন প্রমুখ।
ছিলেন, সদর উপজেলা নিবর্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা, উপজেলা আওয়া লীগের সাধারণ
সম্পাদক আফছার উদ্দিন সরকার, সদর উপজেলা
চেয়ারম্যান ইসরাফিল হোসেন প্রমুখ।
পরে মন্ত্রী সদর উপজেলার আরো কয়েকটি শিক্ষা
প্রতিষ্ঠানের নতুন ভবন , কয়েকটি সড়ক সংস্কার কাজের উন্নয়ন উদ্ধোধন ও আলোচনা সভায়
যোগদান করেন।
প্রতিষ্ঠানের নতুন ভবন , কয়েকটি সড়ক সংস্কার কাজের উন্নয়ন উদ্ধোধন ও আলোচনা সভায়
যোগদান করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১ নভেম্বর ২০১৯।