মানিকগঞ্জে আওয়ামীলীগের আঞ্চলিক কার্যালয় উদ্ভোধন

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৬ জুলাই: মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রাজিবপুর বাজারে বাংলাদেশ বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কৃষ্ণপুর ইউনিয়ন শাখা আওয়ামীলীগের আঞ্চলিক কার্যালয়ের উদ্ভোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়টি আনুষ্ঠানিক উদ্ভোধন করেন মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসরাফিল হোসেন।

কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীগের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম, মানিকগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, মানিকগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাজুদ্দিন, কৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাজাদা পারভেজসহ সংশ্লিষ্ট অনেকেই।

বক্তরা কৃষ্ণপুর ইউনিয়ন শাখা আওয়ামীলীগের আঞ্চলিক কার্যালয়টি উদ্ভোধন করায় স্থানীয় নেতা কমীদের প্রসংসা করেন। বিশেষ করে সার্বিক সহযোগিতা করায় রাজিবপুর ফকির মওলা দরবার শরীফের পীর মো. বাবুল হোসেন ও ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. জবেদ আলী ভুলুকে বিশেষ ধন্যবাদ জানান।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ জুলাই ২০১৮।
আরও পড়ুন:

সাটুরিয়ায় ইয়াবাসহ নারী ব্যবসায়ী আটক

আরো পড়ুুন