মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের স্বপ্ন যুব সংঘের উদ্যোগে ৩ শতাধিক দুস্থ্য পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। গতকাল সন্ধা ৭ টার দিকে উত্তর চাঁদপুর ঈদগাহ মাঠে ১৪টি গ্রামের ৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়।
চালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহম্মদ অলি মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সিআডি) এনায়েত করিম, হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মুঈদ চৌধুরী, ডিএমপির সার্জেন্ট এস, এম মোস্তফা কামাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বপ্ন যুব সংঘের সভাপতি হাজি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আহম্মেদ এবং স্থানীয় শিক্ষক মো. সাব্বির হোসেন লিটন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১১ জানুয়ারী ২০২০।
আরও পড়ুন: