মানিকগঞ্জ প্রতিনিধি, ১৭ জুলাই: মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার এস, আই মো. হুমায়ন কবির ঢাকা রেঞ্জ পর্যায়ে শ্রেষ্ঠ ডিএসবি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ।
গত রোববার (১৫ জুলাই) পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় পুলিশিং ফোরামের বিভিন্ন কার্যক্রমের স্বীকৃতি স্বরুপ এসআই হুমায়ুন কবির কে সন্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেন, আবুল কালাম সিদ্দিক, মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীমসহ ঢাকা রেঞ্জের উর্দ্বত্বন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
হুমায়ুন কবির ২০০২ সালে রাজশাহী রেঞ্জে যোগদান করেন। পুলিশের কনষ্টেবল বিভাগে রংপুর রেঞ্জে প্রশিক্ষণ শেষে বিভিন্ন স্থানে সুনামের সাথে তিনি চাকুরী করেন। বর্তমানে তিনি মানিকগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখায় কর্মরত আছেন। ব্যাক্তি জীবনে তিনি ২ কন্যা সন্তানের জনক।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৭ জুলাই ২০১৮।
আরও পড়ুন: