দৌলতপুরে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আটক

দৌলতপুর প্রতিনিধি, ২৪ মার্চ: জেলার দৌলতপুরে জালভোট দেওয়ার অভিযোগে সহহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ৯ টার দিকে দৌলতপুর উপজেলার জিয়নপুর খাঁ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ  ঘটনাটি ঘটে। আটক পিজাইডিং কর্মকর্তা রুহুল আমিন। সে একই উপজেলার খোর্দ ছাতিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মোমিন  বলেন, উপজেলার জিয়নপুর খাঁ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিড়ে জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এমন অভিযোগ পাওয়া যায়। পরে বিষয়টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশের নজরে আসলে তারা তাকে আটক করে রিটার্নিং কর্মকর্তাকে জানায়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মোমিন  আরো বলেন তিনি উপজেলা চেয়ারম্যান, নাকি ভাইস চেয়ারম্যানদের ব্যালট পেপারে জাল ভোট দেবার চেষ্টা করছিলেন তা যানা জায়নি।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ মার্চ ২০১৯।

আরো পড়ুুন