দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বাষিকী পালিত

মো.শাহ
আলম,১২ ডিসেম্বর:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী বালিকা
উচ্চ বিদ্যালয়ের
৪৫ তম
প্রতিষ্ঠা বাষিকী ৎসাহ উদ্দীপনার মধ্যে
দিয়ে পালিত
হয়েছে । বৃহস্পতিবার সকালে র‌্যালী পরে
আলোচনা
কেক কেটে
দিবসটি পালন
করা হয়।

এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন,
উপজেলা নির্বাহী
অফিসার তাসলিমা
মোস্তারী, থানা অফিসার ইনচার্জ (ওসি)
সুনীল কুমার
কর্মকার, উপজেলা
ভাইস চেয়ারম্যান
কে
এম নাছির
উদ্দিন আবুল,
উপজেলা সহকারী
কমিশনার (ভূমি)
মোহাম্মদ জুয়েল
আহমেদ,  বিদ্যালয়ের
প্রধান শিক্ষক
মো.রেজাউল
করিম, ম্যানেজিং কমিটির সদস্য আরফান আলী
মো.শওকত আলী
প্রমুখ

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ শা.
আ/ দৌলতপুর/ ১২ ডিসেম্বর ২০১৯।

আরো পড়ুুন