মো.শাহ
আলম,১২ ডিসেম্বর:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী বালিকা
উচ্চ বিদ্যালয়ের
৪৫ তম
প্রতিষ্ঠা বাষিকী উৎসাহ উদ্দীপনার মধ্যে
দিয়ে পালিত
হয়েছে । বৃহস্পতিবার সকালে র্যালী পরে
আলোচনা ও
কেক কেটে
দিবসটি পালন
করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন,
উপজেলা নির্বাহী
অফিসার তাসলিমা
মোস্তারী, থানা অফিসার ইনচার্জ (ওসি)
সুনীল কুমার
কর্মকার, উপজেলা
ভাইস চেয়ারম্যান
এ কে
এম নাছির
উদ্দিন আবুল,
উপজেলা সহকারী
কমিশনার (ভূমি)
মোহাম্মদ জুয়েল
আহমেদ, বিদ্যালয়ের
প্রধান শিক্ষক
মো.রেজাউল
করিম, ম্যানেজিং কমিটির সদস্য আরফান আলী
ও মো.শওকত আলী
প্রমুখ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ শা.
আ/ দৌলতপুর/ ১২ ডিসেম্বর ২০১৯।