সাটুরিয়া প্রতিনিধি, ৯ ডিসেম্বর: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ – ৩ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতাকেই ঘোষণা দিয়েছে দলটি।
শনিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়ন সংক্রান্ত একটি চিঠি তার হাতে তুলে দেয়া হয়।
এমন খবর পেয়ে আফরোজা খান রিতার সমর্থক ও বিএনপির নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রাণ চাঞ্চল্য দেখা গেছে।
আফরোজা খান রিতার পিতা প্রয়াত হারুন অর রশিদ খান মন্নু বিএনপি থেকে ২০০১ সনে নির্বাচনে নির্বাচিত হন। পরে তিনি দপ্তর বিহীন মন্ত্রী ছিলেন। তার বাবার মৃত্যুর পর একাদশ জাতীয় নির্বাচনে তাকেই চূড়ান্ত মনোনয়ন দিল বিএনপি।
উল্লেখ্য এ আসনে প্রাথমিকভাবে রিতা ছাড়াও মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান আতাকেও মনোনয়ন দেওয়া হয়েছিল।
এ বিষয়য়ে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, আমার প্রতি আমার দল আস্থা রেখেছে, সুষ্ঠ ও অবাধ নির্বাচন হলে আমি আমার পিতার আসনটি কারারুদ্ধ খালেদা জিয়াকে উপহাহার দিতে চাই।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯ ডিসেম্বর ২০১৮।
আরও পড়ুন: