বর্ষীয়ান রাজনীতিবিদ, ভাষা সৈনিক, জাতীয় নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ৯ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মানিকগঞ্জের ঘিওরে তার নিজ বাড়ি পাচুরিয়া মিলাদ-দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় তার সামাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, কেন্দীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ-সম্পাদক শামীমুর রহমান শামীম, সদস্য বিলকিস ইসলামসহ জেলা-উপজেলাসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় সবাই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
দোয়া- মাফিল শেষে সহস্রাধিক লোকের গণ ভোজের আযোজন করা হয়।
খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে, খন্দকার আকবার হোসেন বাবলু জানান, অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলগীরের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে দেশে চলমান পরিস্থিতির কারনে তিনি প্রোগ্রাম স্থগিত করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ মার্চ ২০২০।