এইচ.এস.সি.-২০১৭ এর মেধাবী মুখের খোঁজে

হেদায়েত উল্লাহ: আজ প্রকাশিত হবে এইচ.এস.সি.-২০১৭ ইং এর রেজাল্ট।
অনেকের স্বপ্নভঙ্গের বেদনা আর অনেকের আশার আলোতে নতুন দিগন্ত নিয়ে আসবে এই ফলাফল।

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে ও তাদের সফলতার পেছনের গল্প শুনতে আমরা manikganj24.com পেজের পক্ষ থেকে সকল জিপিএ-৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীর সাক্ষাৎকার গ্রহণ ও প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করেছি।যাতে ভবিষ্যত পরীক্ষার্থীরা তাদের অনুসরণ করে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়।এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য শেষ সময়ের প্রস্তুতি গ্রহণের জন্য সহায়তা ও পরামর্শও প্রদান করা হবে।

আমরা মানিকগঞ্জ জেলার সকল মেধাবী মুখের সাক্ষাৎকার প্রত্যাশা করছি।

জিপিএ-৫.০০ প্রাপ্ত সকল শিক্ষার্থীকে সাক্ষাৎকার প্রদানের জন্য নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে।

১.হাসান ফয়জী
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি,বাংলা টিভি
01611302910

২.এস.কে.এম. হেদায়েত উল্লাহ্
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
01622111474

মানিকগঞ্জ২৪.কম/হে.উ./২৩ জুলাই/২০১৭

আরো পড়ুুন