বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা শুরু

।।এস.কে.এম. হেদায়েত উল্লাহ্।।

সাটুরিয়া উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বালিয়াটী  ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা-২০১৭ শুরু হয়েছে আজ রোববার।

সকাল ৮:৩০ মিনিটে খেলা উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছালত জামান খান আরিফ।এ সময় সিনিয়র শিক্ষক হারান চন্দ্র সরকার,কামরুল হাসান টিটু,আঃরশিদ,রামাপদ বিশ্বাস,মাসুদুর রহমান সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণী মুখোমুখি হয়।উক্ত ম্যাচে সপ্তম শ্রেণি ষষ্ঠ শ্রেণিকে ১-০ গোলে পরাজিত করে।খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়াশিক্ষক শাহাদাৎ হোসাইন।

মানিকগঞ্জ২৪.কম/হে.উ./২৩ জুলাই/২০১৭

আরো পড়ুুন