মানিকগঞ্জ২৪ প্রতিনিধি: তিন দিনের অবিরাম বৃষ্টির পানিতে মানিকগঞ্জ
বাস ষ্টান্ডে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে হাজার হাজার পথচারী, রিক্সা চালক ও ফলের
দোকানীদের ভোগান্তী পোহাতে হচ্ছে।
বাস ষ্টান্ডে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে হাজার হাজার পথচারী, রিক্সা চালক ও ফলের
দোকানীদের ভোগান্তী পোহাতে হচ্ছে।
দেশের বিভিন্ন স্থানের মত ৩য় দিনের মত মঙ্গলবার দুপর ২ টা পযন্ত
মানিকগেঞ্জে থেমে থেমে বৃষ্টি পাত হয়েছে। সোমবার ও মঙ্গলবার দিনের মত রাতে ও বুধবার
দুপর পযন্ত প্রবল বৃষ্টি হওয়ায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
মানিকগেঞ্জে থেমে থেমে বৃষ্টি পাত হয়েছে। সোমবার ও মঙ্গলবার দিনের মত রাতে ও বুধবার
দুপর পযন্ত প্রবল বৃষ্টি হওয়ায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫ টার দিকে মানিকগঞ্জ বাষ ষ্টান্ডে এলাকায় গিয়ে
দেখা যায়, ঢাকা আরিচা মহা সড়ক থেকে জেলা শহরের প্রবেশদ্বারে বাম পাশে রিক্সা ষ্টান্ড
ও ফলের দোকানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তী পোহাতে হচ্ছে ফলের দোকানী,
রিক্সা চালক ও হাজার হাজার যাত্রীদের।
দেখা যায়, ঢাকা আরিচা মহা সড়ক থেকে জেলা শহরের প্রবেশদ্বারে বাম পাশে রিক্সা ষ্টান্ড
ও ফলের দোকানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তী পোহাতে হচ্ছে ফলের দোকানী,
রিক্সা চালক ও হাজার হাজার যাত্রীদের।
এ জেলা শহরের প্রবেশদ্বারে জলাবদ্ধতা সৃষ্টি হলেও কোন কর্তৃপক্ষ
কোন ব্যাবস্থা নেননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।এ ব্যাপারে রিক্সা চালক সাদ্দাম
মিয়া জানান, ৩ দিনের বৃষ্টির পানিতে ষ্টান্ডে জলাবদ্ধতায় আমরা এখানে দারাতে পারছি না।
কোন ব্যাবস্থা নেননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।এ ব্যাপারে রিক্সা চালক সাদ্দাম
মিয়া জানান, ৩ দিনের বৃষ্টির পানিতে ষ্টান্ডে জলাবদ্ধতায় আমরা এখানে দারাতে পারছি না।
পথচারী পপি আক্তার জানান, জলাবদ্ধতার কারনে অটোবাইক মানিকগঞ্জ
পৌরসভার মার্কেটের সামনে নামিয়ে দিয়েছে। এতে পায়ে হেটে মহাসড়ক পাড় হয়ে গন্তব্য স্থানে
যেতে হয়েছে।
পৌরসভার মার্কেটের সামনে নামিয়ে দিয়েছে। এতে পায়ে হেটে মহাসড়ক পাড় হয়ে গন্তব্য স্থানে
যেতে হয়েছে।
এ ব্যাপারে মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম মানিকগঞ্জ২৪ কে
জানান, অতি বৃষ্টির কারনেই মানিকগঞ্জ বাস ষ্টান্ডে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছ। হঠাৎ করে
বৃষ্টি হলে জলাবদ্ধতা যাতে না হয় তার জন্য প্রয়োজনীয় ড্রেনেজ ব্যাবস্থা করা হবে।
জানান, অতি বৃষ্টির কারনেই মানিকগঞ্জ বাস ষ্টান্ডে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছ। হঠাৎ করে
বৃষ্টি হলে জলাবদ্ধতা যাতে না হয় তার জন্য প্রয়োজনীয় ড্রেনেজ ব্যাবস্থা করা হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৫ জুলাই/২০১৭ইং।