কাদায় একাকার মানিকগঞ্জের আটিগ্রাম-জাগীর দিঘুলিয়া সড়ক

কাদায় একাকার মানিকগঞ্জ সদরের আটিগ্রাম ইউনিয়নের আটিগ্রাম-জাগীর দিঘুলিয়া
সড়ক। ইটের সোলিং করার জন্য চার মাস ধরে সড়কটি খুঁড়ে রেখেছেন, তবে ইটের দাম
বেশি হওয়ায় ঠিকাদার সংস্কার করছেন না বলে জানালেন এলাকাবাসী। এতে
এলাকাবাসীসহ স্কুল-কলেজেরর শিক্ষার্থীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন। বৃষ্টি এই
ভোগান্তির মাত্রাটা আরও বাড়িয়েছে। সড়কটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করার
দাবি জানিয়েছেন তাঁরা।

প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন এর ওয়াল থেকে সংগৃহীত।

আরো পড়ুুন