কেউ কি বলতে পারেন এমন একটা বিজ্ঞাপনে কত টাকা আসে? টাকার পরিমান কি এতই বিশাল যে, বীরশ্রেষ্ঠকেও অপাংক্তেয় করে ফেলা যায়!!
টাকার এতই লোভ! এতই মোহ টাকার!!! ফেরিটির নাম,”বীরশ্রেষ্ঠ মতিউর রহমান “।
আর ফেরির গায়ের বিজ্ঞাপন রূপচাঁদা তেল। এই ভাল ফেরিটিকে রূপচাঁদা ফেরি নামে নামকরণ করা।
করে ফেলুন আরও টাকা মিলবে।
[ কেবল এই ফেরি নয়,প্রায় সব ফেরিরই একই হাল। ]
লেখা ও ছবি সাইফুদ্দিন আহম্মেদ নান্নু এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪/ ২৭ সেপ্টেম্বর / ২০১৭।
তার আরও ছবি দেখতে চাই লে ক্লিক করুন: