পোপের জন্য রাজকীয় আয়োজন

আবু বক্কর সিদ্দিক : রাত গভীরে
জেগে ওঠে পুরুষ। সব পুরুষই খুনি,
ঘাম ঝরানো কৃষক ফসলের মায়া বোঝে, ক্ষুধার্ত বাঘ প্রাণীর কষ্ট বোঝে না। তাড়না কাতর লালনও
হাতের কাছে গঙ্গা রেখে তৃঞ্চায় ছটফট করত। সৃষ্টির সঙ্গে ধ্বংসের গভীর সম্পর্ককে অস্বীকার করার সুযোগ নেই।
হাবিবরা
পীর পদবী লাগালেও মুরিদযোগ্যও হয় না, টিউলিপরা
জন্মসূত্রে মা মাটির
দায় স্বীকার করে না। তলানীতে পড়ে থাকা সম্প্রদায়ের পোপের জন্য রাজকীয় আয়োজন, মহা প্রস্তুতি। তিনারা ধর্মীয় পোশাকে রাজপথে, গাড়িতে ভিআইপি স্টাইলে চলেন।
 ৯০ ভাগ মানুষের
ধর্মানুভুতি াথা নত করে
থাকে।

নগ্ন
সত্য
জানতে
গণতন্ত্রের
কাপড়
খোলার
দরকার
নেই,
সেখানে
দখল
নিয়েছে
মরণব্যাধি
এইডস
আক্রান্তরা।

শরীরের
চাহিদা
মাথায়
উঠলে
বুনো
শুয়োর
সব
কিছু
উলোট
পালট
করে
দেয়।
দীর্ঘ
দুঃশাসনের
পরণতি
আরো
ভয়াবহ
হয়,
 
এরশাদ লাথি
ঝাটার
সঙ্গে
দুধ
কলাও
পায়।
জেলখানায়
তার
কুলের
গাছ
এখন
পরিণত।
কিন্তু
অপশাসনের
প্রতিশোধের
সঙ্গে
মানবতার
সম্পর্ক
নেই।
সেখানে
পশুত্বের
তাড়না
ভিন্ন
ধ্বংসের
কথা
বলে।



প্রলয়
কখনও
প্রত্যাশা
বা
কাম্য
হয়
না।
কিন্তু
অশুভ
পতনে
এখন
তা
অনিবার্য।
লেখা
আবু বক্কর সিদ্দিক এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ৩০ নভেম্বর/ ২০১৭।
আরও
পড়ুন:

কিছু ঘটলেই হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়

আরো পড়ুুন