সিংগাইরে গৃহবধুকে গণধর্ষণ

সিংগাইর প্রতিনিধি, ১৬ জানুয়ারী:

মানিকগঞ্জের সিঙ্গাইরে সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেছে নেশাখোর বখাটেরা। গত বুধবার দিবাগত মধ্য রাতে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের বড়াাটিয়া গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকার চার জনকে আটক করেছে থানা পুলিশ। তারা এলাকায় নেশাখোর হিসেবে পরিচিত। ধর্ষিতা নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ধর্ষিতা নারীর পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত ৯টার দিকে স্বামী-স্ত্রী দুই শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২ টার দিকে সিঁধকেটে ঘরে ঢুকে ৬-৭ জন বখাটে নেশাখোর। এসময় তারা গৃৃহকর্তাকে রশি ও কাপর দিয়ে হাত-পা বেঁধে তার স্ত্রীকে পাশের রুমে নিয়ে পালাক্রমে ধর্ষন করে। পরে গৃতকর্তার ব্যবহৃত মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার ভোরে গুরুতর অবস্থায় ধর্ষিতা ওই নারীকে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সকাল ১০টার দিকে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়।

পরে খবর পেয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) আলমগীর হোসেন, পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুস সাত্তার মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় ধর্ষিতা নারীর স্বামীর দেওয়া তথ্যমতে ঘটনার সাথে জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলেন, মধ্য চারিগ্রাম গ্রামের মতিয়ার (৪৫), আব্দুল মাজেদ (৪০), জহুরুল (৩০) ও লেবু মিয়া (৩৫)। তারা সবাই  এলাকায় নেশাখোর হিসেবে পরিচিত।

থানার পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুর সাত্তার মিয়া বৃহস্পতিবার সন্ধায় বলেন,  এ ঘটনায় আটক চার জনসহ অভিযুক্তদের নামে থানায় মামলা দায়ের করেছেন ধর্ষিতার স্বামী। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬
জানুয়ারী ২০২০।
আরো পড়ুুন