মানিকগঞ্জে দুই দিন ধরে নিখোঁজ এক কারখানা শ্রমিক

মানিকগঞ্জ প্রতিনিধি,২৭ সেপ্টেম্বরঃ

জেলার সিংগাইরে শশুড় বাড়ি থেকে টাকা নিয়ে ফেরার পথে নিখোঁজ হয়েছেন এক কারখানা শ্রমিক। এঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করলেও দুই দিনেও তার কোন খোঁজ মেলেনি।

বিষয়টি সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান নিশ্চিত করেছেন।

পরিবার ও থানার সাধারণ ডায়েরি সূত্রে জানাগেছে, সিংগাইর উপজেলার জার্মিত্তা ইউনিয়নের কহিলাতলী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আজিজুল ইসলাম ওরফে আজি(৩২) স্থানীয় সুতার কারখানা মুমানু পলিস্টার ইন্ড্রাস্টিজের একজন শ্রমিক।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর)বিকালে তিনি পার্শবর্তী চান্দহর গ্রামে শ্বশুড় বাড়িতে যান।শ্বশুড় বাড়ি থেকে রাত ৮ টার দিকে ৩৫ হাজার টাকা নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন।কিন্তু রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি।তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
আজিজুলের বড় ভাবি জাহানারা বেগম জানান, সম্ভাব্য সকলস্থানে তাকে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।স্ত্রী সন্তান আর মা-বাবা পাগ্রল প্রায়।

শনিবার(২৬ সেপ্টেম্বর)বিকালে এ ঘটনায় সিংগাইর থানায় সাধারণ ডায়েরি করেছেন আজিজুলের বাবা আনোয়ার হোসেন।

আজিজুলের ৫ বছরের একটি মেয়ে আছে এবং বর্তমানে তার স্ত্রী গর্ভবর্তী।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রকিবুজ্জামান জানান, নিখোঁজ আজিজুলের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।তার সন্ধানে পুলিশের চেস্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৭ সেপ্টেম্বর ২০২০।

আরো পড়ুুন