সাটুরিয়া প্রতিনিধি, ৬ মার্চ:
মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ, সাইবার ক্রাইম, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় রোধে সাটুরিয়া থানা পুলিশের সচেতনতা মূলক প্রচার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
শুক্রবার জুমার নামাজের আগে উপজেলার হরগজ কেন্দ্রীয় জামে মসজিদে মুসুল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান।
ঐতিহ্যবাহী হরগজ ইউনিয়নের অন্যতম প্রধান মসজিদে শত শত মুসুল্লিদের সামনে ইভটিজিং, কিশোর গ্যাং, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ, সাইবার ক্রাইম এবং সামাজিক অবক্ষয় রোধে সচেতনতা মুলক বিভিন্ন বিষেয় আলোচনা করেন।
সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, কোন মাদক ব্যাবসায়ী ও মাদক সেবীদের দেখলেই আপনারা আমাদের বিট পুলিশিং অফিসারের মাধ্যমে খবর দিবেন। বাল্য বিয়ে হচ্ছে, আপনার তথ্য গোপন রাখতে চাচ্ছেন ৯৯৯ নাম্বারে কল করলেই পুলিশ হাজির হয়ে যাবে। আপনারা আইন হাতে না নিয়ে পুলিশি সেবা নিন। পুলিশের সেবা নিতে কোন পয়সা লাগে না।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৬ মার্চ ২০২১।