সাটুরিয়া প্রতিনিধি, ৩১ মার্চ:
মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলায় অনুমোদনবিহীন একটি ইটভাটা ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা আদালতের নির্দেশে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা বলেন, সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজিপুর গ্রামে অবস্তিত কেবিএম ব্রিকস নামে ইট ভাটা অনুমোদনবিহীন ছিল। মালিকপক্ষের নিকট কাগজপত্র চাইলে দিতে পারেননি। আদালতের নির্দেশ তাৎক্ষনিতভাবে ভাটাটি ধ্বংস করা হয়েছে। তাদেরকে সর্তক করা হয়েছে কোন অবস্থায় যেন পূণরায় ভাটা চালু না করা হয়।
অভিযান পরিচালনা করার সময় সাটুরিয়া থানার ফোর্স, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস ও আনসার বাহিনী সহযোগীতা করেন।
এ ব্যাপারে ভাটার মালিক কুদরতই খুদা মাহবুবের মোবাইলে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
তবে কেবিএম ব্রিকসের ম্যানেজার মো. বিনোদ আলী বলেন, আমরা ভাটার জন্য আবেদন করছি, কিন্তু এখন পর্যন্ত হাতে পাইনি। তাই উপজেলা প্রশাসন আমাদের ভাটাটি ধ্বংস করে দিয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩১ মার্চ ২০২২।